বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়া দুগ্ধ খামারীদের আর্থ-সামাজিক উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় শ্যামনগর ডেইরি ফার্মারস এসোসিয়েশন এর আয়োজনে মাগুরাকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলায় ১২ টি ইউনিয়নে ১৫০০ ছোট বড় দুগ্ধ খামারিদের কল্যানে ও তাদের আর্থসামাজিক উন্নয়নে এবং জনগনের জন্য নিরাপদ প্রানিজ প্রোটিন তথা মাংস ও শিশু খাদ্য দুধ উৎপাদনে কাজ করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ডেইরি ফার্মারস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, আ’লীগ নেতা জি এম সালাউদ্দিন, শ্যামনগর ডেইরি ফার্মারস এসোসিয়েশন এর সভাপতি জি এম নজরুল ইসলাম, সহ সভাপতি মোঃ মাহমুদ সরদার, সাধারণ সম্পাদক দুলাল অধিকারি সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সভায় খামারিরা কিভাবে সঠিক ব্যাবস্থাপনার মাধ্যমে খামারকে লাভবান করা যায়, খামারের খরচ কমিয়ে ইনকাম বাড়ানো যায়, সঠিক জাত উন্নয়নের মাধ্যমে অধিক দুধের গাভী তৈরি করা যায়, সহজে খামারি সংগঠনের মাধ্যমে খামারিদের ট্রেনিং, কম মূল্যে গো-খাদ্য সরবারাহ, ভালো দামে দুধ বিক্রয় সহ বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসা যায় এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।