বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় হিন্দু ধর্মলম্বীদের শারদীয়া দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। গতকাল ৩ অক্টোবর সোমবার সকাল ১০ টা থেকে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন কর্মকর্তাদের সাথে নিয়ে উপজেলার গাবুরার জেলিয়াখালি দূর্গা পূজা মন্ডপ, রমজাননগর ভেটখালী পূর্বপাড়া মুন্ডাপলীর দূর্গা পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন এবং মতবিনিময় করেন। মতবিনিময় কালে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজা মণ্ডপে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবের আমেজ বিরাজ করছে। উচু নিচু ধনী গরিব ভেদাভেদ ভুলে সমাজের সকল স্তরের মানুষ একত্রিত হয়ে উৎসব পালন করছে। আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের প্রশাসন সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণ পদমন্ডল, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, গাবুরা ইউপি চেয়ারম্যান মাকসুদুল আলম প্রমুখ।