বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় দূর্যোগ ঝুঁকি ঘুর্ণিঝড় ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ মার্চ মঙ্গলবার বিকাল ৩ টায় পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের আওতায় এফসিডিও, পিকেএসএফ ও নওয়াবেকি গণমূখী ফাউন্ডেশন এর আয়োজনে কারিগরি সিপিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহযোগিতায় উপজেলার হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, নওয়াবেঁকী গণমুখি ফাউন্ডেশনের পরিচালক মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল করিম প্রমুখ।