বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় দূর্যোগ সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১ টায় লির্ডাসের আয়োজনে লির্ডাসের উপজেলার মুন্সিগঞ্জস্থ কার্যালয়ে মানুষের মাঝে দূর্যোগ সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দূর্যোগ সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লির্ডাসের কার্যকরি পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, লির্ডাসের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, উপজেলা আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, সিপিপির উপজেলা টিম লিডার মাকসুদুর রহমান মুকুল, মুন্সিগঞ্জ ইউপি সদস্য নিপা চক্রবর্তী, লির্ডাসের কার্যকরী কমিটির সদস্য রনজিৎ বর্মন প্রমুখ।