বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিকের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল ২৭ এপ্রিল শনিবার সকাল ১০টায় উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিকে দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ, স্মার্ট কমিউনিটি ক্লিনিক এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কমিউনিটি ক্লিনিকের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ক্লিনিকের সভাপতি ইউপি সদস্য শেখ মাসুদুর রহমান এর সভাপতিত্বে ও সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ এর সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন ক্লিনিকের আওতাভুক্ত গণমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্যবৃন্দ। আলোচনা সভায় বক্তারা জনগণের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌছানোর লক্ষ্যে সারা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করার জন্য কমিউনিটি ক্লিনিকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দেবীপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা ও জনগণকে ক্লিনিকমুখী করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন ধরনের উদ্ভাবনীমুলক কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক অপূর্ব রঞ্জন মন্ডল, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ছিদরাতুননেছা লিলি, ক্লিনিকের ভূমিদাতা রাজেন্দ্র মন্ডল, স্বাস্থ্য সহকারী মোঃ আশরাফুজ্জামান, হামজার আলী, স্বেচ্ছাসেবক চিন্ময় মন্ডল সহ ক্লিনিকে আগত রোগীরা।