বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত জনবহুল দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় কর্মরত শ্যামনগর উপজেলার সকল সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ নভেম্বর বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার দৃষ্টিপাত সাংবাদিকদের আয়োজনে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আমিনা ডেল্টাল কেয়ারে পত্রিকায় কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতিতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি এস এম জাকির হোসেন, ব্যুরো প্রধান এম আসাদুজ্জামান আসাদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ আবু ইদ্রিস, মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ সোহরাব হোসেন, রমজাননগর প্রতিনিধি গাজী খালিদ সাইফুল্লাহ, বুড়িগোয়ালিনী প্রতিনিধি বিভাস চন্দ্র মন্ডল, আটুলিয়া প্রতিনিধি মোঃ সাইদুর রহমান (চঞ্চল), ঈশ্বরীপুর প্রতিনিধি জাফর ইকবাল মিলন, কৈখালী প্রতিনিধি মোঃ আব্দুস সালাম প্রমুখ। বক্তৃতা কালে সকল সাংবাদিকবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন, পাশাপাশি সমাজের উন্নয়নের বিভিন্ন উন্নয়নমুখী তথ্যনির্ভর সংবাদ সংগ্রহের জন্য সকল সাংবাদিকদের দিকনির্দেশনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।