বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত জনবহুল দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কর্মরত সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ মার্চ বুধবার বিকেল ৪ টায় শ্যামনগর উপজেলা দৈনিক দৃষ্টিপাত পরিবারের আয়োজনে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত আমিনা ডেল্টাল কেয়ারে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সকল সাংবাদিকদের উপস্থিতিতে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি এস এম জাকির হোসেন এর সভাপতিত্বে এবং ব্যুরো প্রধান এম আসাদুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ সোহরাব হোসেন, রমজাননগর প্রতিনিধি গাজী খালিদ সাইফুল্লাহ, আটুলিয়া প্রতিনিধি মোঃ সাইদুর রহমান চঞ্চল, বুড়িগোয়ালিনি প্রতিনিধি বিভাস চন্দ্র মন্ডল, গাবুরা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, শ্যামনগর সদর পত্রিকা পরিবেশক মোঃ আব্দুর রউফ প্রমুখ। আলোচনা সভায় সত্য ও বস্তুনিষ্ট সংবাদের উপরে গুরুত্ব দিয়ে উপজেলা এবং ইউনিয়ন ভিত্তিক সংবাদ সংগ্রহ করে পরিবেশনের দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় পত্রিকা সারর্কুলেশনের বিষয় ও তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের বাধা প্রতিবন্ধকতার বিষয়ে আলোচনা ও সমস্যা সমাধানে গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ আবু ইদ্রিস।