বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় দ্রুত সময়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা প্রেস ক্লাবের সামনে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উপজেলা শাখার সহ—সভাপতি সাবেক অধ্যক্ষ মাওঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দ্বীনি সংগঠন শ্যামনগর শাখার সভাপতি উপাধ্যক্ষ মুহাদ্দিস খায়রুল বাসার, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওঃ আবুল হোসেন, সাবেক সভাপতি মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি আবুজার উদ্দিন, আইম্মা পরিষদের সেক্রেটারী আব্দুল কাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর ছাত্র প্রতিনিধি মাছুম বিল্লাহ , ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর সভার সভাপতি হাফেজ মাওঃ মনিরুল ইমলাম প্রমূখ। দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওঃ মিসবাহ উদ্দীনের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, নারীদের মর্যাদা সমুন্নত রাখতে হবে, ধর্ষকদের দ্রুত ভাবে ইসলামি রীতিনীতিতে বা আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে।