বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে ধানক্ষেতে নিজে দেওয়া বৈদ্যুতিক ইদুর মারার ফাঁদে শোকর আলী (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩০ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত ৯ টার সময় উপজেলার মুন্সিগঞ্জ উত্তর কদমতলা গ্রামে। ঘটনা ও পরিবার সূত্রে জানা যায়, তাদের জমির ফোলা ধান ইঁদুরে খেয়ে নষ্ট করে ফেলছিল। এর জন্য শোকর আলী বিদ্যুতের তার ধান ক্ষেতে দিয়ে ইদুর মারার পরিকল্পনা করছিল। শনিবার সন্ধ্যার পরে বিদ্যুতের একটি সিগন্যাল লাইট না জলার কারণে তিনি ধানক্ষেতে দেখতে যান। এ সময় অসাবধানবশত বিদ্যুতের তারে বিদ্যুৎ স্পর্শে তিনি মৃত্যুবরণ করেন। তার ছোট ছেলে রমজান আলী জানান, সন্ধ্যার পরে তার পিতাকে দেখতে না পেয়ে খোঁজ খবর নিতে থাকে। এ সময় একজনের কাছে জানতে পারে তার পিতা সন্ধ্যার পরে ধানক্ষেতের দিকে গেছে। ছেলে ধান খেতে যেয়ে দেখতে পায় তার পিতা ধান ক্ষেতে পড়ে আছে। এ সময় বিদ্যুৎ না থাকায় সেখান থেকে তার পিতাকে উদ্ধার করে। এলাকাবাসী জানায়, ওই সময় বিদ্যুৎ থাকলে পিতা পুত্র দুইজনই বিদ্যুৎ স্পর্শে মারা যেত। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।