বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় এন্টিবায়োটিক রেজিস্টেন্স সচেতনা, ফার্মেসী ব্যবস্থাপনা, সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় করা, নকল, ভেজাল নিম্নমান ওষুধ বিক্রয় বন্ধ করার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি উপজেলা শাখার আয়োজনে এবং ওএসএল ফার্মাসিটিক্যাল লিঃ এর সার্বিক সহযোগিতায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি এবং ওএসএল ফার্মাসিটিক্যাল এর বিভিন্ন পদের নেতৃবৃন্দ ও সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা শাখার সভাপতি মোঃ সাইদ-উজ-জামান সাঈদ এর সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এস এম আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ঔষধ ব্যবসায়ীরা অতীতের ন্যায় ভবিষ্যতেও কাজ করে অসহায় নিপীড়িত মানুষের সেবা করবেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ড্রাগ সুপার সুশীল কুমার ঢালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিসেস খালেদা আইয়ুব ডলি, বদরুদ্দিন বাবলু, কাজী আক্তার হোসেন, এস এম জিয়াউল হক পলাশ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ দবির উদ্দিন ও মোঃ আবু কাওসার।