বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া ও মালঞ্চ নদীতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে উপজেলা মৎস্য অফিস ও নৌবাহিনী যেীথভাবে নিষিদ্ধ জালের ব্যবহার প্রতিরোধে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে। অপারেশনে খোলপেটুয়া ও মালঞ্চ নদীতে ব্যবহার নিষিদ্ধ ১২টি জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের মূল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা। অভিযান পরিচালনা কালিন উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কামাল হোসেন, মেরিন ফিসারিস কর্মকর্তা তরিকুল ইসলাম সহ নৌবাহিনীর কর্মকর্তাবৃন্দ। এবিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার দৈনিক দৃষ্টিপাতকে জানান, সুন্দরবন সংলগ্ন খোলপটুয়া ও মালঞ্চ নদীতে অভিযান চালিয়ে ব্যবহার নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।