বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় নবযাত্রা ইয়ুথ ফেলোশিপ প্রোগ্রাম ও সিম্পোজিয়াম-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস সম্মেলনকক্ষে নবযাত্রা প্রকল্প ইউএসএআইডি এর খাদ্য নিরাপত্তা সহনশীল কার্যক্রমের আওতায় দেওল একতা যুব সংঘ, জাওয়াখালি যুব সংঘ, হাটছালা একতা সংঘ, প্রতিশ্র“তি যুব সংঘ ও বি এন এন আর সি এর সহযোগিতায় স্থানীয় ফেলদের উপস্থিতিতে নবযাত্রা ইয়ুথ ফেলোশিপ প্রোগ্রাম সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, নবযাত্রা প্রকল্পের উইনরক ইন্টার্নেশনাল এর টিম লিডার কামাল পাশা, টেকনিক্যাল লিড তামজিদুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা আশীষ কুমার হালদার, প্রধান শিক্ষক কৃষ্ণ নন্দ মুখার্জি, ডাঃ প্রতাপ রায়, বারসিক কর্মসূচি কর্মকর্তা গাজী আল ইমরান, উইনরক ইন্টারন্যাশনাল এর কর্মকর্তা জাহিদুর রহমান খান, এম এম শামীম, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার প্রনতি কস্তা প্রমূখ।