বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় নব যোগদানকৃত উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিঞা এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভবনের সভাকক্ষে উপজেলার শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং শিক্ষকদের উপস্থিতিতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সোহাগ আলম, সহকারী শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, সিনিয়র সহ সভাপতি বাবুলাল মিস্ত্রি, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি পরিমল কর্মকার, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ১২ টি ইউনিয়নের শিক্ষক প্রতিনিধিবৃন্দ। এর আগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলার ৫৮ নং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১৪ নং মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক খোঁজ-খবর নেন ও পরিদর্শন করেন।