বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল ১৫ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২০২২-২৩ অর্থ বছরে এডিপির অর্থায়নে উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, সুফলভোগী পরিবারের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৪ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি প্রমুখ।