বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের ভাতার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার ১৭ জানুয়ারি দুপুর ২ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত শ্যামনগর তৃ.প.অ.ক্ষ.না.উ.বি.সা.প্র. এর আয়োজনে উপজেলার হাইবাতপুরস্থ অস্থায়ী কার্যালয়ে অত্র প্রকল্পের ১৫০ জন প্রশিক্ষণাথীদের মাঝে ভাতার চেক (ক্রস চেক) বিতরণ করা হয়। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগী ব্যক্তিবর্গের উপস্থিতিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভাতার চেক বিতরণ করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় তিনি, সরকার নারীদের নিয়ে যে সকল উন্নয়ন কমকার্ন্ড বাস্তবায়ন করেছে সেগুলি উল্লেখ করেন। তিনি বক্তব্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারীদের স্কুল কলেজ সহ বিভিন্ন সরকারি দপ্তরে বড় বড় পদে চাকুরী করার বিষয় তুলে ধরেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এক এম জাফরুল আলম বাবু, জাতীয় মহিলা সংস্থা উপজেলা শাখার চেয়ারম্যান অধ্যাপিকা শাহানা হামিদ, জেলা মহিলা আ’লীগের দপ্তর সম্পাদক তাহমিনা ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জাতীয় মহিলা সংস্থা তৃ.প.অ.ক্ষ.না.উ.বি.সা.প্র. এর প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর।