শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন

শ্যামনগরে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের ভাতা’র চেক বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের ভাতার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২২ ফেব্র“য়ারি বেলা ১১ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত উপজেলার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে উপজেলার হায়বাতপুরস্থ অস্থায়ী কার্যালয়ে অত্র প্রকল্পের ৩০০ জন প্রশিক্ষণাথীদের মাঝে ২৯ লাখ ৭১ হাজার ৩৫০ টাকার ভাতার চেক (ক্রস চেক) বিতরণ করা হয়। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগী ব্যক্তিবর্গের উপস্থিতিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভাতার চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় তিনি, সরকার নারীদের নিয়ে যে সকল উন্নয়ন কমকার্ন্ড বাস্তবায়ন করেছে সেগুলি উল্লেখ করেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারীদের স্কুল কলেজ সহ বিভিন্ন সরকারি দপ্তরে বড় বড় পদে চাকুরী করার বিষয় তুলে ধরেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোতাছেম বিল্লাহ, উপজেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জাতীয় মহিলা সংস্থা তৃ.প.অ.ক্ষ.না.উ.বি.সা.প্র. এর প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর। প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক মোঃ নাহিদ হাসান, মোঃ হাফিজুর রহমান, মোছাঃ তানজিলা খাতুন, মোছাঃ আফরোজা পারভীন ও মোছাঃ হালিমা খাতুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com