বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জেন্ডার অসমতা, নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচারে ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ জুলাই সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নবযাত্রা-প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলার ভুরুলিয়া ও শ্যামনগর সদর ইউনিয়নের ৩৬ জন ধর্মীয় নেতাদের অংশগ্রহণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে কর্মশালার কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারীদ বিন শফিক, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শেখ মোঃ ওলিয়ার রহমান, নবযাত্রা প্রকল্পের সিনিয়র অপারেশন ম্যানেজার আশীষ কুমার হালদার প্রমুখ। প্রশিক্ষণে নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের হেলথ এন্ড নিউট্রিশান স্পেশালিস্ট মোঃ মোক্তার হোসেন।