বিভাস মন্ডল \ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। “জোর জুলুম জবরদস্তি নেই ধর্মে, সম্প্রীতি-সহিষ্ণুতা থাকুক সবার কর্মে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২০ নভেম্বর রবিবার বিকাল ৪ টায় শ্যামনগর পিস ক্লাবের আয়োজনে ও বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমির সহযোগিতায় বুড়িগোয়ালিনী বিজি কলেজ মাঠে জনপ্রিতিনিধি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ক্রীড়া প্রেমী হাজার হাজার দর্শক-শ্রোতাবৃন্দের উপস্থিতিতে এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত নামিদামি নারী খেলোয়াড়দের সমন্বয়ে সাতক্ষীরা রসুলপুর ক্রিড়া শিক্ষা একাডেমী বনাম বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ০-১ গোলে বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমীর নারী ফুটবল দল জয় লাভ করে। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন বেসিক ফুটবল একাডেমীর অঞ্জনা মুন্ডা। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন, বক্তব্য রাখেন ও বিজয়ী দলকে পুরস্কৃত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, অধ্যক্ষ আশেক-ই-এলাহি, জেলা আ’লীগের উপদেষ্টা মাসুদা খানম মেধা, রূপান্তরের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু, প্রোজেক্ট ম্যানেজার মোঃ গোলাম কিবরিয়া, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ প্রমুখ। খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন বেসিক ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও কোচ মাসুম বিল্লাহ। খেলাটি রেফারি হিসেবে পরিচালনা করেন মনজু এলাহি, রাকিব হোসেন ও শরিফুল ইসলাম। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মোঃ শাহজাহান সিরাজ ও রবিউল ইসলাম।