ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার স্বেচ্ছাসেবীদের সক্রিয় সংগঠন নিরাপদ উপকূল চাই (নিউচা) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮শে মার্চ) সকাল দশটায় উপজেলার সোনারমোড় কমিউনিটি সেন্টারে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। নিউচার সম্পাদক মুহিত মুন্নার সঞ্চালনায় সংগঠনটির সভাপতি মোমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা আক্তার হোসেন, অন্যান্য মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, উৎসর্গ সোসাইটির চেয়ারম্যান আব্দুর রউফ, দৃষ্টিপাত সাংবাদিক জনাব হুসাইন বিন আফতাব, সাংবাদিক আবু জাফর সিদ্দিক প্রমুখ। এছাড়াও শ্যামনগরের অন্তত ২০টি সংগঠনের স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল ও সম্মাননা ক্রেস্ট এর মাধ্যমে বরন করে নেন সদস্যরা। উপস্থিত বক্তারা সংগঠনটির কার্যক্রমকে নিয়ে ভূয়সী প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।