বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে পানির উৎস্যের পরিচ্ছন্নতা সংরক্ষণ এবং সঠিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় উপজেলা পরিষদের জনস্বাস্থ্য ও স্যানিটেশেন কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৫০ জন পিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, ইউ ডিএফ আসমাউল হুসনা, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ মোস্তাফিজুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর বিকাশ চন্দ্র সরকার প্রমুখ।