এসএম জাকির হোসেন শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এর সাথে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার সম্মানিত সকল বীর মুক্তিযোদ্ধাদের সাথে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। এ সময় তিনি বলেন, আমি নিজে মুক্তিযোদ্ধার সন্তান। আমি মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু বাবার কাছ থেকে শুনেছি সেই সময় কার বিভিন্ন লোমহর্ষক সত্য গল্প। আর সেই গল্পের সত্যিকারের নায়ক আপনারা। আপনারা জাতীয় বীর, জাতির শ্রেষ্ঠ সন্তান। সেলুট আপনাদের। আপনাদের আত্মত্যাগেই আজকের বাংলাদেশ। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা গাজী আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক গাজী, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা জিহাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আলী আশারাফ প্রমুখ।