বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বাংলদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ এর অকাল প্রায়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক প্রভাষক মোঃ ফয়সাল আহমেদ সুমন এর সভাপতিত্বে নির্মল রঞ্জন গুহ এর বর্ণাঢ্য রাজনীতির জীবন নিয়ে স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন। যুগ্ম আহবায়ক আব্দুল রশিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, যুগ্ম সাধারন সম্পাদক স ম আব্দুস সাত্তার, আইন বিষয়ক সম্পাদক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সাবেক ছাত্রলীগ নেতা সাগর কুমার মন্ডল, আটুলিয়া স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক পলাশ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।