বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে নির্মিত ইটের সেলিং রাস্তার কাজ পরিদর্শন করা হয়েছে। গতকাল সকাল ৯ টায় উপজেলার মুন্সিগঞ্জ কুলতলী গ্রামে ৩ লক্ষ টাকা ব্যয়ে চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরে এডিপি কর্মসূচীর আওতায় উপজেলা পরিষদ হতে নির্মিত ইটের সেলিং রাস্তার কাজ সংশ্লিষ্ট ঠিকাদার, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নিয়ে পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। উন্নয়নের ছোয়া পেয়েছে প্রত্যন্ত অঞ্চলেও। এর এই ধারাবাহিকতায় আপনাদের রাস্তা-ঘাট মসজিদ মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। রাস্তার গুণগত মান বজায় রাখা হচ্ছে কিনা সেটা আপনারা এলাকাবাসী লক্ষ্য রাখবেন। আপনারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করবেন।