এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭বিজিবি) এর ব্যাটালিয়ন সদর নীলডুমুর হতে শ্যামনগরের হাটছালায় স্থানান্তরের নিমিত্তে ১০(দশ) একর জমি জেলা প্রশাসক, সাতক্ষীরা এর নিকট হতে হস্তান্তর/গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ৩ টায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭বিজিব) এর আয়োজনে উপজেলার হাটছালা নামক স্থানে প্রস্তাবিত নীলডুমুর ব্যাটালিয়ন (১৭বিজিব) এর ব্যাটালিয়ন সদর স্থাপনের লক্ষ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন এর উপস্থিতিতে ১০(দশ) একর জমি জেলা প্রশাসক, সাতক্ষীরা এর নিকট হতে দখল নামা হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা শাখার এল এ শাখা কানুনগো মোঃ মাহমুদ হুদা এবং গ্রহণ করেন নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি অধিনায়ক লেফটেন কর্নেল হাসান হাফিজুল হক (পি এস সি)। এসময় উপস্থিত ছিলেন ১৭ বিজিবি উপ-পরিচালক ক্যাপ্টেন শাহ রেজা আল ফামি, সহকারি পরিচালক শাহ খালেদ ইমাম, শ্যামনগর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ সজল হোসাইন সহ ১৭ বিজিবি কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও জেলা প্রশাসকের কর্মকর্তা বৃন্দ।