বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলা ভুরুলিয়া হাটছোলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আ’লীগ দলীয় প্রার্থী এস এম আতাউল হক দোলন এর নির্বাচনীয় পথসভা সভা অনুষ্ঠিত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় ভুরুলিয়া হাটছোলা এলাকাবাসীর আয়োজনে জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুস সবুর কাগুচি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনে আলীগ দলীয় নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধি দিতে পারে একমাত্র আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ দেশ ও মানুষের কথা চিন্তা করে। দলীয় স্বার্থে, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয় করতে সকলের প্রতি আহ্বান জানান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জি এম শফিউল আযম লেলিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিচ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি একে এম জাফরুল আলম বাবু ও অসীম কুমার মৃধা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।