বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় পরিবার ও সমাজ পর্যায়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি (এফসিসিপি-৩) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ আগষ্ট বুধবার বিকাল ৪টায় সিকোর্স ক্যাথলিক কারিতাস ফ্রান্স এর আর্থিক সহায়তায় এফসিসিপি-৩ প্রকল্প কারিতাস খুলনা অঞ্চলের বাস্তবায়নে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে কারিতাস খুলনা অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ইনচার্জ মিঃ আলবিনো নাথ এর সভাপতিত্বে সভার উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, শ্যামনগর কারিতাসের কর্মসূচি কর্মকর্তা ড. সুমন কুমার মালাকার এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অত্র অবিতকরণ সভাটি মাল্টিমিডিয়ায় প্রদর্শন করেন অত্র প্রকল্পের মাঠ কর্মকর্তা শিপলু মন্ডল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএফ সুমি বিশ্বাস।