শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শ্যামনগরের সাবেক ফুটবলার মনজুর আলী নূরনগর রামচন্দ্রপুর জামে মসজিদে তালা কেটে দুর্ধর্ষ চুরি সাতক্ষীরায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণের ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন সাতক্ষীরায় আঞ্জুমান মুফিদুল ইসলামের আলোচনা সভা ও কম্বল বিতরণ সাতক্ষীরার লাবসা মসজিদের পুনঃনির্মাণ কাজের ছাদ ঢালাই উদ্বোধন হরিণ শিকার রোধ কল্পে সচেতনা বিষয়ক আলোচনা সভা বাবুলিয়া স্কুলমাঠে তারুন্যের উৎসব উদ্বোধন আশাশুনি পারিবারিক মডেল পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ বুধহাটায় সার ডিলারদের বিক্রয় কেন্দ্র পরিদর্শন আশাশুনি মোবাইল কোর্টে সার ব্যবসায়ীর জরিমানা

শ্যামনগরে পরিবেশ রক্ষায় যুব শপথ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপি কর্মসূচির সমাপ্তি দিনে পরিবেশ সুরক্ষায় যুব শপথ অনুষ্টিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫ টায় স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় শিক্ষা ও বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও)’র উদ্যোগে সিডিও ইয়ুথ টিম ঈশ্বরীপুর ইউনিটের আয়োজনে পরিবেশ সুরক্ষায় যুব শপথ অনুষ্ঠানে সিডিও ইয়ুথ টিমের আহবায়ক ফজলুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ। সদস্য সচিব আনিসুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিডিও’র প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান, আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, সদর ইউনিটের সভাপতি মোস্তাফিজুর রহমান, ঈশ্বরীপুর ইউনিটের সভাপতি রাশিদুল ইসলাম, সদস্য জগবন্ধু কয়াল, সদস্য আনিসুর রহমান মিলন সহ অন্যান্য সদস্যবৃন্দ।এসময় শপথ পাঠ করান প্রধান অতিথি প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ। শপথ পাঠে সবাই বলেন, আগামীর সবুজ উপকূল গড়তে অযথা গাছ কাটা বন্ধ করব এবং বৃক্ষ রোপন মৌসুমে বৃক্ষ রোপন করব। বসতভিটায় শাক সবজি ও ফলজ বৃক্ষ চাষ করব এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ করব।কীটনাশক ও রাসায়নিক সারের পরিবর্তে জৈব স্যারের ব্যবহার করবো। গ্যাস ও বিদ্যুতের অপচয় রোধ করব এবং রাস্তার পাশে ও পতিত, ফাঁকা জায়গায় গাছ লাগাব। জ্বালানী সাশ্রয়ী চুলা ব্যবহার করব, ডিজেল ও পেট্রোল চালিত বাহনের উপর নির্ভরতা কমিয়ে সৌর শক্তি ব্যবহার করব। পানির অপচয় রোধ ও সুষ্ঠ ব্যবস্থাপনা করব, প্রাণ বৈচিত্র রক্ষায় সচেষ্ট হব। পরিবেশ রক্ষায় নিজে সচেতন হব এবং অন্যকেও সচেতন করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com