বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে পরীক্ষার দায়িত্বে অবহেলার জন্য কেন্দ্র সচিবসহ ১২ জন শিক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল ১৭ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত এই সিদ্ধান্ত গ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহিষ্কৃত ১১ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন ছেলে ও ২ জন মেয়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরীক্ষার কক্ষে কয়েকজন শিক্ষার্থী মোবাইল ফোন ও বøুটুথ হেডফোনের সাহায্যে বিশেষ কৌশলে নকলের চেষ্টা করছিল। এ ছাড়া কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা দায়িত্বে চরম গাফিলতি করেছেন, যা হাতেনাতে ধরা পড়ে। তিনি আরও জানান, পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ ধরনের অসদুপায় বরদাশত করা হবে না। অভিযুক্ত শিক্ষার্থীদের এ বছরের বাকি পরীক্ষাগুলোতে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকরা আর কোনো পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না। এদিন কেন্দ্রটিতে মোট ৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলেও জানান তিনি।