এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে পাউবো বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বেড়িবাঁধের প্রায় ১৫০ ফুট জায়গা ডেবে যাওয়ায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, গতকাল ৩০ আগষ্ট রাত সাড়ে ৮ টায় দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দাতিনাখালী মোড়ল বাড়ী ঈদগাহ সম্মুখে ওয়াপদা বেড়িবাঁধে আনুমানিক ১৫০ ফুট লম্বা এবং ৭০-৮০ ফুট গভীর হয়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে গ্রামবাসীর নজরে আসে। গ্রামবাসী আশঙ্কা করছে রাতের জোয়ারের তীব্র তোড়ে এই বাঁধ যদি ভাঙনে রুপান্তরিত হয় সেক্ষেত্রে বুড়িগোয়ালিনীতে ইউনের আংশিক এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ড, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহায়তায় ডেবে যাওয়া ১৫০ ফুট এলাকা মেরামতের কাজ চলছে। এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত মেরামতের কাজ চলমান আছে। এই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত কাজ উপস্থিত থেকে দেখভাল করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। এসময় উপজেলা চেয়ারম্যান দৈনিক দৃষ্টিপাতকে জানান, রাত সাড়ে ৮ টায় দিকে দাতিনাখালী মোড়ল বাড়ী ঈদগাহ সম্মুখে ওয়াপদা বেড়িবাঁধে ১৫০ ফুট লম্বা এবং ৭০-৮০ ফুট গভীর হয়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে জানতে পেরে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করি এবং সেখানে পানি উন্নয়ন বোর্ডের জাইকা প্রকল্পের কাজ চলমান ছিল। আমি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর সহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ দ্রুত সংস্কার করতে জানালে তারা দ্রুত জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ মেরামত করার চেষ্টা করছে। টেকসই বেড়িবাঁধের দাবিতে সরকারের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয় জনপ্রতিনিধি, সর্বস্তরের জনগণ ও ভুক্তভোগী এলাকাবাসী।