বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। গতকাল ২৯ মার্চ বুধবার দুপুর ১২ টারদিকে উপজেলার আবাদচন্ডিপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে তাহেরাত (২) নামের এক শিশুর মৃত্যু হয়। মৃত শিশু কালিগঞ্জ উপজেলার সাদপুর গ্রামের আব্দুস সালাম গাজীর পুত্র। শিশুর মামা ফারুক হোসেন জানান, দুপুরের দিকে পুকুরের পাশে খেলার সময় সবার অজান্তে সে পুকুরের পানিতে তলিয়ে যায়। এক পর্যায়ে খোঁজাখুঁজি করে পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।