বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বংশিপুর বাউলিয়া পাড়ায় পানিতে ডুবে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ৪ জুলাই মঙ্গলবার দুপুর ১ টার দিকে বিলের মাঝে ডোবার পানিতে ডুবে তার মৃত্যু হয়। মৃত শিশু উপজেলার বংশিপুর গ্রামের শরিফুল গাজীর পুত্র জুবায়ের হোসেন (৭)। মৃতের পরিবার সূত্রে জানাযায়, জুবায়ের শারীরিক ও বাক প্রতিবন্ধী। জুবায়ের ও তার চাচা মানসিক প্রতিবন্ধী নজরুল ইসলাম গাজী পাড়ার ভাটার পাশ থেকে বিল আড় দিয়ে বাড়ি ফিরছিলেন। বিলে পানি ভর্তি থাকায় তারা বিলের ডোবার পানিতে ডুবে যায়। নজরুল ইসলাম মানসিক প্রতিবন্ধী হওয়ার সে ভূলে যায় তার সাথে তার ভাইপো ছিলো। পরে নজরুল ইসলাম এর কাছে জিজ্ঞাসা করলেও সে মানসিক প্রতিবন্ধী হওয়ায় বলতে পারে না। পরে বলে পুকুর পাড়ে তখনই খোঁজা খুজি করে করতে বিলের ডোবায় মৃত অবস্থায় জুবায়েরকে পাওয়া যায়। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।