বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে পানিতে ডুবে মোছাঃ রাজিয়া খাতুন (৪) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সে কাশিমাড়ী খুটিকাটা গ্রামের আব্দুর রাশেদ এর কন্যা। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুর দেড় টায় শিশুটি তার বাড়ির পাশে খেলা করতে করতে সকলের চোখ ফাকি দিয়ে হাটতে হাটতে পুকুরের পাশে চলে যায় এবং পুকুরে পড়ে যায়। শিশুটিকে বেশ কিছুক্ষণ তার বাবা মা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বহু খোঁজাখুঁজির পরে পুকুরে নেমে শিশু কন্যা রাজিয়াকে পানির নিচ থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।