বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভূক্ত মামলার ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত শনিববার রাত্রে বিভিন্ন সময়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিররুল ইসলাম এর দিক নির্দেশনায় শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন করিব মোল্লা এর নেতৃত্বে থানা পুলিশের সদস্যবৃন্দ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভূক্ত মামলায় উপজেলার বংশীপুর গ্রামের আনছার গাজীর পুত্র ফজলু গাজী (৩৮), খাগড়াঘাট গ্রামের শুকুর আলী গাজীর পুত্র শাহাদত হোসেন(৩৬), সেন্ট্রাল কালিনগর গ্রামের মোঃ আফসার মোড়লের পুত্র সাদ্দাম হোসেন(২৮), পশ্চিম কৈখালী গ্রামের শহিদ গাজীর পুত্র আবু খাজা (৩৮) কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন করিব মোল্লা দৈনিক দৃষ্টিপাতকে জানান, ওয়ারেন্ট ভূক্ত ৪ জন আসামীকে গ্রেফতারপূর্বক রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।