এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পর এক রাতের ব্যবধানেই সাতক্ষীরায় দ্বিগুণ বেড়েছে পেঁয়াজের দাম। শুক্রবারও ভারতীয় যে পেঁয়াজ ৯০ টাকা কেজি বিক্রি হয়েছে, এক রাতের ব্যবধানে বেড়ে শনিবার তা বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকা দরে। আর দেশি পেঁয়াজের দাম বেড়ে দাড়িয়েছে ২০০ টাকায়। পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে খেটে খাওয়া ক্রেতারা। শুধু নিম্ন আয়ের মানুষ নয়, বাজারে লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে অসহায় হয়ে পড়েছে স্বয়ং সরকারি চাকুরেরাও। অপরদিকে, পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে শ্যামনগর উপজেলা সদর নকিপুর কাঁচাবাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে চার হাজার পাঁচশ’ টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। নকিপুর কাঁচা বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতারা বলেন, শুক্রবার পেঁয়াজের দাম কম ছিল। কিন্তু ভারত সরকারের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার অজুহাতে হঠাৎ করেই ব্যবসায়ীরা একযোগে দাম বাড়িয়ে দিয়েছে। পেঁয়াজ কিনতে হিমশিম খেতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দাম বাড়িয়েছে। পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও তারা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। নকিপুর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, পেঁয়াজের দাম বাড়ার খবরে অনেক ক্রেতাই বেশি করে পেঁয়াজ ক্রয় করে মজুদ করছে। ক্রেতা শফিকুল ইসলাম বলেন, বাড়ি গালাগালি, বাজারে তিন কেজি চালের দামে এক কেজি পেঁয়াজ, বাজারে যেতে মন চায় না। এসময় পেঁয়াজ আমদানিকাররাই পেঁয়াজের দাম বাড়িয়েছেন বলে দাবি করেন তিনি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে নকিপুর কাঁচাবাজারের তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের দাম বাড়াতে না পারেন, সেই লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।