বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গুমানতলীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতব্যক্তি ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী গ্রামের কিসমত গাইনের পুত্র আসাদুর গাইন (৩০)। ঘটনাটি ঘটেছে গতকাল ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টায় গুমানতলীস্থ তার নিজ পোল্ট্রি খামারে। এসময় তার ছোট ভাই রাশিদুল গাইন সাথে ছিলেন। তারা দুই ভাই একসাথে পোল্ট্রির খামারে কাজ করছিলেন। হঠাৎ করে আসাদুর বিদ্যুৎ স্পষ্ট হলে ছোট ভাই দৌড় দিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়। কিন্তু তার মধ্যেই ঘটনাস্থলে আসাদুর মৃত্যুবরণ করে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, বিদ্যুৎ সৃষ্টি হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বিষয়টি অবগত হয়েছি ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা স্থলে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।