বিশেষ প্রতিনিধি।।
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় প্রতিবন্ধিতা উত্তরন মেলা—২০০৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েন (ডিআরআরএ) পিএসিই প্রকল্পের এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পিতা—মাতাদের উপস্থিতিতে প্রতিবন্ধিতা উত্তরণ মেলায় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম, ডিআরআর এর টেকনিক্যাল কোঅর্ডিনেটর দেবেশ দাস, ডেপুটি ম্যানেজার তরুন সরদার,
প্রকল্প সমন্বয়কারী জি এম নুরুন্নবী হাসান,
প্রকল্প সুপারভাইজার শিরিন আক্তার প্রমুখ। অতিথিরা পরবর্তীতে মেলা পরিদর্শন করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি পণ্যগুলো দেখে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। উক্ত অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করেন এবং তাদের প্রতিভার প্রদর্শন করেন। এটা এক মিলনমেলা এবং অনুষ্ঠানে প্রায় ২৫০ প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের বাবা—মা অংশগ্রহণ করতে দেখা যায়। মেলায় সমাজসেবা কতৃপক্ষের মাধ্যমে ১০ জন প্রতিবন্ধী ব্যাক্তিকে সূবর্ন নাগরিক কার্ড প্রদান করে ও ২৬ জন প্রতিবন্ধী ব্যক্তিকে কার্ডের জন্য প্রাথমিক সনাক্তকরন প্রকিয়া সম্পর্ন করা হয়। এই আয়োজনটি প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, অধিকার এবং সমাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।