বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এই স্লোগানকে সামনে রেখে গতকাল ৩ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার কর্মকর্তা ও সদস্যবৃন্দের উপস্থিতিতে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন সড়ক পরিদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সমাজ সেবা অফিসারের প্রতিনিধি সুরঞ্জন শেখর মন্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিবন্ধী সংগঠন ডিআরআরএ এর জেলা সমন্বয়কারী মোঃ সিরাজুল ইসলাম।