এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ মে বুধবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলার নাসরুল উলুম সিদ্দিকিয়া কুরবানিয়া মাদরাসা ও এতিমখানায় উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অত্র মাদ্রাসার শিক্ষক এবং কুরআনের হাফেজ শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল দোলন। আলোচনা সভায় বক্তারা বলেন, “১৯৭৫ সালে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ থাকার কারনে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। সুদীর্ঘ নির্বাসন জীবন শেষে ১৯৮১ সালে ১৭ মে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। সেদিন হতে বাংলাদেশ আওয়ামীলীগ দিবসটি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে পালন করে আসছে। আপনারা স্থানীয়ভাবে পরস্পরের মধ্যে বিভেদ ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও দলকে এগিয়ে নিয়ে যাবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ায়রম্যান সাঈদ উজ জামান সাঈদ, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, আ’লীগ নেতা পতিত পাবন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব (বাবু), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামূল হক লায়েস প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনা সহ তার পরিবারের সকলের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি মোঃ আঃ খালেক।