বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কৈখালীতে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল ৬ এপ্রিল শনিবার বেলা ১২ টায় কৈখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে ইউনিয়নের ১০৮০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম এর সভাপতিত্বে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি এম রেজাউল করিম প্রমুখ।