বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ভুরুলিয়ায় প্রধান শিক্ষক মোঃ হজরত আলী মৃত্যুবরণ করেছে। ইন্নালিল−াহি…. রাজিউন। তিনি ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামের মৃত আফিল উদ্দিন গাজি এর বড় পুত্র এবং নূরনগর ১৭০ নং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে এসেছেন। পারিবারিক সূত্রে জানাযায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাড়িতে স্ট্রোকে আক্রান্ত হলে দূরত্ব তাকে সাতক্ষীরা সিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ১০টা ৩০ মিনিটে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ১ কন্যা সন্তান, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শনিবার অর্থাৎ আজ জোহর নামাজ বাদ সিরাজপুর গাজীবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।