এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলার কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার এর আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমসহ ৬ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গত ৭ জানুয়ারি শনিবার রাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এবিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল দৈনিক দৃষ্টিপাতকে জানান, প্রধান শিক্ষক আবুল বাসার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়েরকৃত মামলার ৬ আসামিকে ঢাকা রমনা এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করে র্যাব রবিবার সকালে থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জানাযায় তারা হাইকোর্টে জামিন ধরার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। আটককৃতরা হলেন, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কৈখালি ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম (৪০), উপজেলার কৈখালী যাদবপুর গ্রামের শেখ মোমিন আলীর পুত্র ম্যানেজিং কমিটির অভিভক সদস্য মোঃ আলী মোর্তুজা (৪২), পশ্চিম কৈখালি গ্রামের ছমির গাজীর পুত্র অভিভাবক সদস্য জাকির গাজী (৩৫), সাহেবখালি গ্রামের মৃত শেখ নওশের আলীর পুত্র অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ সালাহউদ্দিন (৪২), একই গ্রামের মৃত বাহার আলী গাজীর পুত্র সামাজিক বিজ্ঞানের শিক্ষক মোঃ আব্দুল মান্নান (৪১), ও বৈশখালি গ্রামের মৃত মতিউলাহ সরদারের পুত্র শারীরিক শিক্ষার শিক্ষক মোঃ আব্দুল মজিদ (৫২)। উলেখ্য গত ৪ জানুয়ারি বুধবার দুপুর দেড়টার দিকে কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার গলায় তোয়ালে দিয়ে আম গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার পরিবারের দাবি, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির অব্যাহত চাপ ও শোকজ নোটিশ পেয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। এই ঘটনায় প্রধান শিক্ষকের স্ত্রী নুরুন্নাহার পারভীন শ্যামনগর থানায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও স্কুলের শিক্ষকসহ মোট ৭জনের নামে আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা দায়ের করেন।