এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলার ১২২নং গাবুরা খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। একই সাথে তাকে কেন চাকুরী হতে বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে ১০ কর্ম দিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়া এবং আত্মপক্ষ সমর্থনে ব্যক্তিগত শুনানি প্রদানে আগ্রহী কিনা তাও জানতে চেয়ে নির্দেশ প্রদান করেছেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেনে ইয়াসমিন করিমী। তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) ও (ঘ) উপবিধি অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেনের বিরুদ্ধে অসদাচারণ ও দুর্নীতির দায়ে মামলাটি দায়ের করা হয়েছে। এছাড়া বিধিমালার ৪ (৩) (ঘ) উপবিধি অনুযায়ী তাকে চাকুরী হতে কেন বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে। অভিযোগনামায় বলা হয়েছে-নিয়মিত বিদ্যালয়ে না আসা, অধিকাংশ সময় বিলম্বে বিদ্যালয়ে আসা, জেলে (মৎস্যজীবী) কার্ড করা ও দপ্তরী নিয়োগের বিষয়ে অর্থ গ্রহণ, অভিভাবকদের পরামর্শ ও সহযোগিতার তোয়াক্কা না করে সম্পুর্ন নিজের ইচ্ছায় ৩ জন প্যারা শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা, বিদ্যালয়ের রেকর্ডে কিছু ভুয়া শিক্ষার্থী প্রদর্শন, বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির গঠন না করে অ্যাডহক কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালনা, বঙ্গবন্ধুর অফিসিয়াল ছবির পরিবর্তে বঙ্গবন্ধুর খারাপ ও নাজুক ছবি টাঙিয়ে রাখার অভিযোগে তার বিরুদ্ধে এই বিভাগীয় মামলা হয়েছে। প্রসঙ্গত, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেনের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক তদন্ত কমিটির প্রধান কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান সহ তার তদন্ত সদস্যরা গত ১৪ নভেম্বর সরেজমিনে তদন্তে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেনের বিরুদ্ধে উলিখিত অনিয়ম, দুর্নীতি ও অসদাচারণের সত্যতা পান। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী ০৪/১২/২০২২ তারিখ স্বাক্ষরিত পত্রে আলোচিত ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুকরণ করেন।