এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলার কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার (৫৫)এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আতœহত্যা সেটা নিয়ে উপজেলা ব্যাপি চলছে নানা গুঞ্জন। প্রকৃত কারণ নির্ণয়ের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ৪ জানুয়ারী বুধবার দুপুর ১টার দিকে উপজেলার গোপালপুর পিকনিক কর্নার সংলগ্ন আবু সাইদ নামের এক ইটালি প্রবাসী আত্মীয়ের বাড়িতে ভাড়া থাকাকালীন বাড়ির আঙিনায় আম গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি উপজেলার কৈখালী গ্রামের মৃত ইনতাজ মাস্টারের বড় পুত্র। নিহত শিক্ষকের স্ত্রী ফুটফুটি ও তার পুত্র মেহেদী হাসান জানান, কৈখালী ইউপি চেয়ারম্যান ও কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য সভাপতি আব্দুর রহিম, মোর্তোজা, এস আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান, শিক্ষক সালাউদ্দীন, শিক্ষক আব্দুল মজিদ সহ বেশ কয়েক জনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে আমার স্বামী আবুল বাসার এর নিকট ৫০ থেকে ৬০ লক্ষ টাকা দাবী করে আসছে। টাকা না দিলে চাকুরী থেকে আমার স্বামীকে সরিয়ে দেবে, তার নামে বিভিন্ন মিথ্যা মামলা সহ ভয়ভীতি ও প্রায়ই সময় মোবাইল ফোনে ও সরাসরি হুমকি দেখাতেন তারা। কৈখালী সাবেক ইউপি চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জি এম রেজাউল করিম জানান, সম্প্রতি নারী ঘটিত একটি মামলায় স্কুল পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্তের নোটিশ প্রদান করা হয়। এঘটনায় প্রধান শিক্ষক আবুল বাশার হতাশাগ্রস্থ হয়ে পড়েছিল। সে কারণে প্রধান শিক্ষক আত্মহত্যা করতে পারে। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, প্রধান শিক্ষক আবুল বাশারের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ আজ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরায় প্রেরণ করা হবে। তবে প্রাথমিক ভাবে সে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।