বিশেষ প্রতিনিধ \ শ্যামনগর উপজেলার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার (৫৫) এর মৃত্যু ঘটনায় কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম সহ ৭ জনের বিরুদ্ধে নিহত প্রধান শিক্ষকের স্ত্রী মোছাঃ নুরনাহার পারভিন (৪০) বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং ৩, তারিখ ০৪/০১/২০২৩। মামলা সূত্রে জানাযায়, কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারকে মানসিক যন্ত্রণা দিয়ে তাকে আত্মহত্যার প্ররোচনা দানের অপরাধে ৩০৬ পেনাল কোড ধারায় থানায় মামলা হয়েছে। উক্ত মামলায় উপজেলার কৈখালী যাদবপুর গ্রামের শেখ মোমিন আলীর পুত্র মোঃ আলী মোর্তুজা (৪২), জয়াখালি গ্রামের মৃত শেখ আবু দাউদের পুত্র কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম (৪০), বৈশখালী গ্রামের মৃত মতিউলাহ সরদারের পুত্র শিক্ষক আব্দুল মজিদ (৫২), সাহেবখালি গ্রামের মৃত শেখ নওশের আলীর পুত্র শিক্ষক মোঃ সালাউদ্দিন (৪২), মৃত বাহার আলী গাজীর পুত্র শিক্ষক আব্দুল মান্নান (৪১), যাদবপুর (জাদা) গ্রামের মোস্তফা গাজীর স্ত্রী মারুফা খাতুন (৩৫), পশ্চিম কৈখালী গ্রামের ছমির গাজীর পুত্র জাকির গাজী (৩৫)কে আসামি করা হয়েছে। উলেখ্য গত ৪ জানুয়ারী বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার গোপালপুর পিকনিক কর্নার সংলগ্ন আবু সাইদ নামের এক ইটালি প্রবাসী আত্মীয়ের বাড়িতে ভাড়া থাকাকালীন বাড়ির আঙিনায় আম গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি উপজেলার কৈখালী গ্রামের মৃত ইনতাজ মাস্টারের বড় পুত্র। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম বাদল ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, উক্ত ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ নুরন্নাহার পারভীন বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।