বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় এক পথচারি মহিলা নিহত হয়েছে। নিহত মহিলা মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামের খোকন চন্দ্র মন্ডলের স্ত্রী কৌশ্যল্লা রাণী মন্ডল (৫০)। স্থানীয় ইউপি সদস্য হরিদাস মন্ডল জানান, গতকাল ৭ মে রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কৌশ্যল্লা রাস্তার বাম পাশ দিয়ে হেটে বাড়ির দিকে যাচ্ছিলো। এ সময় মুন্সিগঞ্জের দিক থেকে আসা একটা প্রাইভেটকার সরাসরি তাকে ধাক্কা মারলে ঘটনা স্থালে তার মৃত্যু হয়। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল দৈনিক দৃষ্টিপাতকে জানান, প্রাইভেট কারের ধাক্কায় এক মহিলা নিহত হয়েছে। ঈশ্বরীপুর থেকে প্রাইভেটকারটি আটক করা হয়েছে। ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে গেছে। এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।