বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় প্রাণ প্রকৃতি এবং প্রাকৃতিক জলাশয় দখলমুক্ত করণে মানববন্ধন এবং স্মারকলীপি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০ টায় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের আয়োজনে উপজেলা সদর বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন এবং স্মারকলীপি প্রদানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব ব্যাপকভাবে গ্রাস করেছে অত্র অঞ্চলে। আর এর মধ্যেই নদী খাল দখল বন্ধ নেই ভূমি দস্যুদের। জলবায়ু পরিবর্তনের ফলে দেশের বহু নদ নদীর গতিপথ পরিবর্তন, তলদেশ ভরাট সহ বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেলেও নদী ভরাটের ইতিহাস একেবারেই ভিন্ন। মানব সৃষ্ট দুর্যোগের একটি দৃষ্টান্ত ইতিহাস হয়ে থাকবে এসব নদী। শ্যামনগরের নদী আর প্রাকৃতিক জলাশয়ের বর্তমান অবস্থা ইতিহাসের সেই পাতা বন্ধের উপক্রম হতে চলেছে। বর্ষা মৌসুমে উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্ষামৌসুমে হাজার হাজার বিঘা কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্থসহ জনসাধারনের জানমালের অপূরনীয় ক্ষতি হয়। ইতিহাস আর ঐতিহ্যের পাতা দেখলে উপজেলার বিভিন্ন নদী এবং প্রাকৃতিক জলাশয়ের বহু দৃশ্যপট চোখে পড়ে। এসময় উপস্থিত ছিলেন শেখ আফজালুর রহমান, আবু সাইদ, ডাঃ তপন কুমার বিশ্বাস, গাজী আল ইমরান, আরিফুর রহমান, মোস্তাক হোসেন, প্রিথা মেহজাবিন, তোহিদুল ইসলাম, হাফিজুর রহমান, রুহানি,আবু রায়হান, ইমরান হোসেন, শাকিল হোসেন, গাজী আবুজার সহ শতাধিক স্বেচ্ছাসেবী। মানববন্ধন শেষে সাতক্ষীরা-০৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদ-উজ-জামান সাইদ এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি করেন স্বেচ্ছাসেবীরা।