বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ আগষ্ট বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা শিক্ষক সমিতির সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও প্রধান শিক্ষকদের উপস্থিতিতে উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেন, জহিরুল ইসলাম, মোঃ ইদ্রিস আলী, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি দীনেশচন্দ্র মন্ডল, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি পরিমল কর্মকার, উপজেলা সরকারি শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি বাবুলাল মিস্ত্রি, সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, আজগার আলী ও লুৎফার রহমান, প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান লাভলু, প্রধান শিক্ষক আব্দুলাহ আল মামুন, দেলোয়ার হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ।