বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টিভ এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ২১ সেপ্টেম্বর রাত ৮ টায় উপজেলা পরিষদ হল রুমে ফারিয়ার উপজেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান সিরাজ শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও বিসিডিএস এর উপজেলা সভাপতি প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা সভাপতি ডাঃ মোঃ আকবর হোসেন, সাংবাদিক এম কামরুজ্জামান, বিসিডিএস এর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ছবির উদ্দীন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ঔষধ কোম্পানির ২০০ জন রিপ্রেজেন্টিভ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পুনরায় সভাপতি পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন মোঃ হাফিজুর রহমান হাফিজ, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, মোঃ নুহ হোসেন, আশিকুর রহমান। মোট ৮৯টি ভোটারদের মধ্যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম মিঠু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাহবুবুর রহমান মিলন ৩৮ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল হান্নান, জাকির হোসেন, শাহজালাল, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কোষাধাক্ষ্য ভবতোষ, সহ কোষাধক্ষ্য আবু সাঈদ, দপ্তর সম্পাদক প্রকাশ চন্দ্র আউলিয়া, প্রচার সম্পাদক ইলিয়াস হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক ও রিপন রায়, ক্রীয়া সম্পাদক মোঃ মুকুল হোসেন বিনা প্রতিদ্বন্দ্ব নির্বাচিত হয়েছে।