বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল ২৫ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় শ্যামনগর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: শাখার আয়োজনে উপজেলার জেসি কমপ্লেক্সে অত্র শাখায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহক বৃন্দের উপস্থিতিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর ভারপ্রাপ্ত ম্যানেজার (সেকেন্ড অফিসার) মোঃ আব্দুস সবুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: শ্যামনগরে শাখা খোলার পর থেকে গ্রাহকদের সেবার মান উন্নত হয়েছে। গ্রাহকরা অতি সহজে কোন রূপ বিড়ম্বনা ব্যতিরেকে তাদের লেনদেন সম্পূর্ণ করতে পারছে। ব্যাংকের গ্রাহকরা খুশি। আগামীতে যেন অত্র ব্যাংকের গ্রহকসেবা অব্যহত থাকে এবং উত্তরোত্তর বৃদ্ধি পায় সেদিকে ব্যাংক কর্তৃপক্ষকে আরো যতœশীল হওয়ার আহ্বান জানান।