বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শেষে যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম এর সহযোগিতায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলবাড়ী বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপকূলীয় অঞ্চলের মানবিক ব্যক্তিদের সহযোগিতায় অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে তিন শতাধিক মানুষ অংশ নেন। বিক্ষোভে অংশ নেওয়া অংশগ্রহণকারীরা ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন—স্টপ জেনোসাইড’, ‘স্বৈরাচার নিপাত যাক—ফিলিস্তিন মুক্তি পাক’, বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট’, ’উই ওয়ান্ট জাস্টিস, প্যালেস্টাইন জাস্টিস’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি—প্যালেস্টাইন উইল বি ফ্রি’ ইত্যাদি স্লোগান দেন। সমাবেশে পরিবেশকর্মী স ম ওসমান গনী সোহাগ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম এর বুড়িগোয়ালিনী ইউনিটের সহ—সভাপতি মোঃ ওবায়দুল্লাহ আল মামুন, কলবাড়ী বাজার ঈদগাহ কমিটির আহবায়ক মোঃ শরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার যুব বিষয়ক সম্পাদক মোঃ খলিলুর রহমান, মোঃ মারুফ হোসেন মিলন, সরদার চ্যারিটি ফাউন্ডেশন এর সভাপতি এস এম নুরুল আলম, ছাত্রনেতা মোঃ আশিকুর রহমান, কলবাড়ী স্পোর্টস ফ্যামিলির মোঃ নাঈম ইসলাম, এনজিও কর্মী মোঃ মাসুদুর রহমান, মোঃ সবুজ বিল্লাহ, হাফেজ মোঃ জাকির হোসেন, ইমরান হোসেন, মাওঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সভা শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর বুড়িগোয়ালিনী ইউনিয়নের সমন্বয়কারী ও কলবাড়ী বাজার জামে মসজিদ এর খতিব হাফেজ মাওঃ জয়নুল আবেদীন।